শাহবাগ থানার জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে কারাগার থেকে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল খান পুলক তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঘটনার পটভূমি
মামলার অভিযোগে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট “জুলাই আন্দোলন” চলাকালে শাহবাগ থানার চানখাঁরপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে যোগ দেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির।
দুপুরে আন্দোলনের এক পর্যায়ে সংঘর্ষের সময় আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫১ জনকে নামীয় ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলার অগ্রগতি
দীর্ঘ তদন্তের পর তদন্ত কর্মকর্তা সম্প্রতি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে এ মামলায় গ্রেপ্তার দেখান। সোমবার আদালতে তোলা হলে তাকে রিমান্ডে পাঠানো হয়।
পুলিশ জানায়, রিমান্ডে তার কাছ থেকে ঘটনার পরিকল্পনা, অংশগ্রহণকারী ও অস্ত্র ব্যবহারের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের আশা করা হচ্ছে।