• হোম > বাংলাদেশ > বাংলাদেশ খেলাফত আন্দোলন ও এনসিপির মধ্যে মতবিনিময় সভা

বাংলাদেশ খেলাফত আন্দোলন ও এনসিপির মধ্যে মতবিনিময় সভা

  • রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২২:১২
  • ৬১

---

শনিবার সন্ধ্যায় রাজধানীর কামরাঙ্গীচরে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও খেলাফত আন্দোলনের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, ‘জুলাই সনদ’-এর আইনি ভিত্তি এবং আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এনসিপির পক্ষ থেকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো প্রধান আরিফুল ইসলাম আদীবের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, মাওলানা আশরাফ উদ্দীন মাহদি ও সংগঠক সানাউল্লাহ খান।

অন্যদিকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর নেতৃত্বে বৈঠকে অংশ নেন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, নায়েবে আমির মাওলানা সাঈদুর রহমান, মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ও শিক্ষা দীক্ষা সম্পাদক মুফতি ইলিয়াস মাদারীপুরী।

বৈঠকে জুলাই সনদের আইনি বৈধতা, উচ্চকক্ষে পিআর পদ্ধতির প্রয়োগ, জুলাই গণহত্যা ও শাপলা হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগের বিচার এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম স্থগিত করার বিষয়ে দুই পক্ষের মধ্যে ঐকমত্য গড়ে ওঠে। একইসাথে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানবাধিকার রক্ষায় যেকোনো আধিপত্যবাদের বিরুদ্ধে যৌথভাবে কাজ করার ব্যাপারেও ইতিবাচক আলোচনা হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5252 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 10:09:37 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh