• হোম > দেশজুড়ে > প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

  • রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ১৭:৫৩
  • ৩৩

---

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের প্রতিনিধিদল।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ সাক্ষাতে বৌদ্ধ নেতারা প্রবারণা পূর্ণিমার তাৎপর্য তুলে ধরে প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানান এবং তাঁকে বিভিন্ন বিহার পরিদর্শনের আমন্ত্রণ জানান।

নেতৃবৃন্দ বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজধানীর উত্তরায় বৌদ্ধদের জন্য শেষকৃত্যের জায়গা বরাদ্দ দেওয়ার উদ্যোগের জন্য। তাঁরা বলেন, এতদিন ঢাকার বৌদ্ধ সম্প্রদায়কে শেষকৃত্যের জন্য দূরে চট্টগ্রাম যেতে হতো, এখন নিজ শহরেই সেই সুযোগ তৈরি হয়েছে—যা ইতিহাসে অনন্য একটি পদক্ষেপ।

বৈঠকে কঠিন চীবর দান উদযাপনের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। একই সঙ্গে ধর্ম মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয়।

এ সময় তাঁরা আরও কয়েকটি দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে—সরকারি ব্যবস্থাপনায় তীর্থযাত্রার সুযোগ সৃষ্টি, বৌদ্ধ পন্ডিত ও দার্শনিক অতীশ দীপঙ্করের নামে একটি জ্ঞানচর্চা কেন্দ্র প্রতিষ্ঠা ইত্যাদি।

বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথের, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, পার্বত্য ভিক্ষু সংঘের ভিক্ষু কল্যাণ জ্যোতি, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা, বাংলাদেশ বৌদ্ধ সমিতির ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া চৌধুরীসহ আরও অনেকে।

অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমাও উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5240 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 10:51:42 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh