গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বহনকারী আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি বাহিনীর হাতে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটককে বাংলাদেশ তীব্র নিন্দা জানিয়েছে।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের ইসরাইলি নীতির নগ্ন প্রকাশ।
বাংলাদেশ আটক মানবিক সহায়তা কর্মীদের নিঃশর্ত ও অবিলম্বে মুক্তি এবং তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দেশটি গাজা ও পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ দখলদারিত্বের অবসান, আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান প্রদর্শন এবং গণহত্যামূলক যুদ্ধ ও অবরোধ অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রয়োজনীয় সহায়তা নিয়ে যাওয়া ফ্লোটিলা বিশ্ব সম্প্রদায়ের পক্ষ থেকে ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির প্রতীক। বিবৃতিতে বলা হয়, গাজায় মানবিক সহায়তার অবাধ প্রবেশাধিকার দিতে হবে, কারণ দখলদার বাহিনী সেখানকার মানুষকে জীবন, মর্যাদা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে।
বাংলাদেশ সরকার ও জনগণ এই ভয়াবহ দুর্দশা ও অব্যাহত কষ্টের মুহূর্তে ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের অটল সংহতি পুনর্ব্যক্ত করেছে।