• হোম > বিদেশ > হামাস শান্তি আলোচনায় বসতে রাজি; ট্রাম্প ইসরায়েলকে গাজায় বোমা হামলা বন্ধ করার আহ্বান জানালেন

হামাস শান্তি আলোচনায় বসতে রাজি; ট্রাম্প ইসরায়েলকে গাজায় বোমা হামলা বন্ধ করার আহ্বান জানালেন

  • শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১৩:০৫
  • ৩৫

---

হামাস জানিয়েছে, তারা বন্দী বিনিময় ও গাজা যুদ্ধের অবসান ঘটাতে অবিলম্বে আলোচনায় বসতে প্রস্তুত। একই সঙ্গে গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ বন্ধের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানকে স্বাগত জানিয়েছে সংগঠনটি।

বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় যুদ্ধবিরতি, বন্দী মুক্তি, ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণের কথা বলা হয়েছে। তবে হামাস পরিকল্পনার এই অংশে কোনো মন্তব্য করেনি। পরিকল্পনা অনুযায়ী, গাজার শাসনভার টেকনোক্র্যাটদের নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের হাতে থাকবে, যার তত্ত্বাবধান করবেন ট্রাম্প নিজে।

হামাসের মুখপাত্র তাহের আল-নুনু বলেন, “গাজায় বোমাবর্ষণ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বান উৎসাহজনক। আমরা যুদ্ধ বন্ধ ও বন্দী মুক্তির আলোচনায় প্রস্তুত।”

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, তার দেশ বন্দী মুক্তির প্রথম ধাপের জন্য প্রস্তুত এবং ট্রাম্পের পরিকল্পনার সঙ্গে সহযোগিতায় কাজ চালাবে।

গাজায় এ ঘোষণা শুনে স্থানীয় শরণার্থী শিবিরগুলোতে উল্লাসধ্বনি ওঠে। একজন ফিলিস্তিনি বাসিন্দা বলেন, “হামাস আলোচনায় রাজি হওয়ায় আমরা আশাবাদী, যুদ্ধ এবার থেমে যাবে।”

ট্রাম্প একে “একটি বিশেষ দিন” আখ্যায়িত করে প্রতিশ্রুতি দিয়েছেন, আলোচনায় সকল পক্ষের সঙ্গে ন্যায়সংগত আচরণ করা হবে।

 


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5212 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 12:20:05 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh