• হোম > বিদেশ > উদ্দেশে যাওয়া শেষ জাহাজ ম্যারিনেটও আটক

উদ্দেশে যাওয়া শেষ জাহাজ ম্যারিনেটও আটক

  • শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৪:৩৮
  • ৪২

---

গাজার দিকে মানবিক সাহায্য পৌঁছানোর উদ্দেশ্যে প্রেরিত আন্তর্জাতিক নৌবহরের শেষ নৌযান ‘ম্যারিনেট’ ইসরায়েলি কমান্ডোদের দ্বারা আটক করা হয়েছে। শুক্রবার সকালে গাজার উপকূলে জোরপূর্বক নৌযানে প্রবেশ করে কর্মীদের আটক করার ছবি ও ভিডিও আল-জাজিরার মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়েছে।

ফ্লোটিলার ৪০টিরও বেশি নৌযান গাজার উপকূলে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা করেছিল। জাহাজগুলোতে শত শত আন্তর্জাতিক কর্মী, নারী-পুরুষ, সংসদ সদস্য, আইনজীবী ও মানবাধিকারকর্মী অংশগ্রহণ করেছিলেন। এই বহর ইসরায়েলের অবরোধ ভাঙার প্রচেষ্টা হিসেবে দেখা হলেও, ফ্লোটিলার কর্মকর্তারা এটিকে মানবিক উদ্যোগ হিসেবে দাবি করেছেন।

ইসরায়েলি বাহিনী বলছে, এই নৌযানগুলো বৈধ নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল। তবে আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, গাজার জন্য সাহায্য পৌঁছানো বাধা দেওয়া যায় না। ইসরায়েল নৌবাহিনী শুরু থেকেই ঘোষণা করেছিল যে, তারা ফ্লোটিলা আটকাবে।

বৃহৎ আন্তর্জাতিক প্রতিক্রিয়াও দেখা গেছে। গ্রিসসহ বিভিন্ন দেশে হাজারো মানুষ ফ্লোটিলা আটকানোর প্রতিবাদে বিক্ষোভ করেছেন। বিশেষত গাজার উপকূলে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় বহু মানুষ নিহত হওয়ার পর এই প্রতিবাদ আরও তীব্র হয়ে উঠেছে।

ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছেন, ম্যারিনেট শুধু একটি নৌযান নয়, এটি ভয়, সহিংসতা ও অবরোধের বিরুদ্ধে দৃঢ়তার প্রতীক। বহরের অন্যান্য জাহাজ ইতোমধ্যেই ইসরায়েলি বাহিনী দ্বারা আটক করা হয়েছে, কিন্তু এই জাহাজটির কর্মীরা আটক হওয়া পর্যন্ত মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5202 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 12:21:25 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh