জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে (ইউএনজিএ) অংশগ্রহণ শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটে তিনি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে ওঠেন।
বিমানবন্দরে তাকে বিদায় জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।
বিমান কর্তৃপক্ষের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, দুবাই হয়ে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা ও তার প্রতিনিধি দল।
জাতিসংঘ সফর কার্যক্রম
অধ্যাপক ইউনূস গত ২২ সেপ্টেম্বর রাতে ঢাকা ত্যাগ করেন। এরপর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধি হয়ে বক্তব্য রাখেন। ২৬ সেপ্টেম্বর ইউএনজিএ’র ৮০তম অধিবেশনে তিনি ভাষণ দেন। পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
সফরের শেষ দিনে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর), তিনি জাতিসংঘ সদর দফতরে “রোহিঙ্গা ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি” বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দেন।
এর আগে ২৯ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন। এ সময় আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ইউনূস উল্লেখ করেন, আগামী কয়েক মাস দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার জন্য তিনি জাতিসংঘ মহাসচিবের সহায়তা চান।
প্রধান উপদেষ্টার এই অনুরোধের জবাবে আন্তোনিও গুতেরেস বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি প্রকাশ করেন।
সাইড ইভেন্টে অংশগ্রহণ
জাতিসংঘ অধিবেশনের বাইরে, “সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি” বিষয়ে আয়োজিত উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে বক্তব্য রাখেন অধ্যাপক ইউনূস। সেখানে তিনি নতুন প্রজন্মের জন্য টেকসই উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রতিনিধি দল
এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে জামায়াত নেতা নকিবুর রহমান তারেক প্রতিনিধি দলে যুক্ত হন।