• হোম > বাংলাদেশ > দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিনের ছুটি

দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিনের ছুটি

  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯
  • ৩৬

---

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল বুধবার (১ অক্টোবর) থেকে দেশের সরকারি ও বেসরকারি দপ্তরে শুরু হচ্ছে টানা চার দিনের ছুটি। কর্মকর্তা-কর্মচারীরা ছুটি শেষে আগামী রবিবার (৫ অক্টোবর) থেকে কর্মস্থলে ফিরবেন।

ছুটির কাঠামো

  • ১ অক্টোবর (বুধবার): নির্বাহী আদেশে ছুটি।

  • ২ অক্টোবর (বৃহস্পতিবার): বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি।

  • ৩ অক্টোবর (শুক্রবার): সাপ্তাহিক ছুটি।

  • ৪ অক্টোবর (শনিবার): সাপ্তাহিক ছুটি।

এভাবে চার দিনের ছুটি উপভোগ করবেন কর্মীরা। তবে যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শনিবার কর্মদিবস হিসেবে পালিত হয়, সেসব প্রতিষ্ঠানের কর্মীরা এক দিন কম ছুটি পাবেন।

জরুরি সেবা চলবে স্বাভাবিকভাবে

এই ছুটির বাইরে থাকবে দেশের সব জরুরি সেবা। বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এসব সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও যানবাহন নিয়মিত কার্যক্রম চালাবেন।

এছাড়া হাসপাতাল, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ছুটির আওতার বাইরে রাখা হয়েছে। একইভাবে জরুরি দায়িত্বে থাকা সরকারি দপ্তরগুলোও খোলা থাকবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

দুর্গাপূজার এই ছুটিতে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) জানিয়েছে, ছুটি শেষে রোববার সকাল ১০টা থেকে নিয়মিত লেনদেন শুরু হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান

দুর্গাপূজাসহ অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানেও ছুটি ঘোষণা করা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5109 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 05:03:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh