• হোম > দেশজুড়ে > ইলিশ আহরণ ও বিপণন ২২ দিন বন্ধ থাকবে

ইলিশ আহরণ ও বিপণন ২২ দিন বন্ধ থাকবে

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৮
  • ৩৮

---

মা ইলিশ রক্ষা ও প্রজনন নিশ্চিত করতে আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, বিক্রি ও মজুত নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, গবেষণা ও বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণের ভিত্তিতে আশ্বিনী পূর্ণিমা ও অমাবস্যার সময়কে কেন্দ্র করে এ সময় নির্ধারণ করা হয়েছে।

এই সময়ে জেলেদের সহায়তায় ৩৭ জেলার ৬ লাখ ২০ হাজারের বেশি পরিবারকে ভিজিএফের আওতায় চাল বিতরণ করা হবে। অভিযানে নৌ-পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী অংশ নেবে।

বিএফআরআই-এর তথ্যমতে, গত বছরের অভিযানে ৫২ শতাংশ মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পেরেছে, যা থেকে প্রায় ৪৪ হাজার কোটি রেণু ইলিশ উৎপন্ন হয়।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এ উদ্যোগ দীর্ঘমেয়াদে ইলিশের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে সহায়ক হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5098 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 08:11:09 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh