• হোম > দেশজুড়ে > উপদেষ্টা ফারুক-ই-আজম: আগামী জাতীয় নির্বাচন হবে না একদলীয় বা এক ব্যক্তিকেন্দ্রিক

উপদেষ্টা ফারুক-ই-আজম: আগামী জাতীয় নির্বাচন হবে না একদলীয় বা এক ব্যক্তিকেন্দ্রিক

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৩
  • ৩৩

---

মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন কোনোভাবেই একদেশদর্শী, একদলীয় বা এক ব্যক্তিকেন্দ্রিক হবে না।

সোমবার চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের জনগণ যাকে পছন্দ করবে, তারাই সরকার গঠন করবে। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারই ক্ষমতায় আসবে। নির্বাচন কমিশন ও সরকারসহ সবাই সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। জনগণের প্রত্যাশা হলো—নিঃসংকোচে ভোটাধিকার প্রয়োগ করা, সেটিই নিশ্চিত করা হবে।

দুর্গাপূজা উপলক্ষে তিনি সবাইকে গুজব থেকে সাবধান থাকার আহ্বান জানিয়ে বলেন, একটি ছোট ভুল যেন বড় অসুবিধার কারণ না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে সচেতন থাকতে হবে।

খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গে ফারুক-ই-আজম বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন ইতোমধ্যেই কাজ শুরু করেছে। দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, মিরসরাই সার্কেলের এএসপি নাদিম হায়দার চৌধুরী, মিরসরাই থানার ওসি আতিকুর রহমান, জোরারগঞ্জ থানার ওসি এম আব্দুল হালিমসহ স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5096 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 10:54:26 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh