• হোম > বিদেশ > নিউইয়র্ক ফ্যাশন উইকে দ্যুতি ছড়ালেন বাংলাদেশি মডেল নিবিড় আদনান নাহিদ

নিউইয়র্ক ফ্যাশন উইকে দ্যুতি ছড়ালেন বাংলাদেশি মডেল নিবিড় আদনান নাহিদ

  • রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫২
  • ৫০

---

নিউইয়র্ক, ১৬ সেপ্টেম্বর ২০২৫ – বাংলাদেশি মডেল নিবীর আদনান নাহিদ ২০২৫ সালের নিউইয়র্ক ফ্যাশন উইকে অংশ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিয়েছেন। ১১ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সনি হলে আয়োজিত এই ফ্যাশন উইকে ১৩০–এরও বেশি আন্তর্জাতিক ডিজাইনারের Spring–Summer ২০২৬ কালেকশন প্রদর্শিত হয়, যেখানে বিশ্বখ্যাত মডেল, ডিজাইনার এবং ফ্যাশনপ্রেমীরা উপস্থিত ছিলেন।

নিবীর পাঁচটি প্রধান র‍্যানওয়ে শোতে অংশ নেন। তিনি পরিধান করেন যুক্তরাজ্যের OforbH, যুক্তরাষ্ট্রের Munkster ও Runway Seven Fashion, জাপানের The Tokyo Vibes এবং Emma Ritz–এর পোশাক। তার মেকআপের দায়িত্বে ছিলেন Book of Beauty। প্রতিযোগিতামূলক কাস্টিং রাউন্ড পেরিয়ে এজেন্সি CG Models–এর মাধ্যমে নির্বাচিত হয়ে তিনি স্পটলাইটে আসেন।

নিউইয়র্ক অভিজ্ঞতা নিয়ে নিবীর বলেন, এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশকে বিশ্ব ফ্যাশন মঞ্চে উপস্থাপন করার গর্বের মুহূর্ত। ফ্যাশন উইকের পাশাপাশি তিনি ১১ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল হেরিটেজ ফ্যাশন উইকেও অংশ নেন এবং ২০ সেপ্টেম্বর আরও একটি ফ্যাশন উইকে অংশ নেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশি ব্র্যান্ডের পাশাপাশি নিবীর কাজের বিস্তার রয়েছে ভারত, লন্ডন, দুবাইসহ বিভিন্ন দেশে। তিনি আন্তর্জাতিক ক্যাম্পেইনেও যুক্ত হয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য Bulgari fragrances। চলতি বছর তিনি অভিনয়েও নাম লিখিয়েছেন এবং “Esha Murder” চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৪ সেপ্টেম্বর নিউইয়র্কে আয়োজিত NRB Award–এ তিনি International Model of the Year পুরস্কারও অর্জন করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5074 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 09:02:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh