জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আসরে দারুণ ফর্মে আছেন ওপেনার সৌম্য সরকার। এশিয়া কাপের স্কোয়াডে জায়গা না পেলেও ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে মরিয়া তিনি। আজ ঢাকা মেট্রোর বিপক্ষে খুলনার হয়ে ৩৩ বলে ৪৫ রানের ইনিংস খেলে দলকে জয়ের পথে এগিয়ে নেন এই বাঁহাতি ব্যাটার।
এর আগে শুক্রবার রাজশাহীর বিপক্ষে তাঁর ব্যাট থেকে এসেছিল ঝড়ো ৩৪ বলে ৬৩ রান। যদিও সেই ম্যাচে জয় আসেনি, আজ সৌম্যের ইনিংস দলের জন্য কার্যকর ভূমিকা রেখেছে।
ম্যাচের চিত্র
টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে খুলনা নির্ধারিত ২০ ওভারে তোলে ৫ উইকেটে ১৭১ রান। ওপেনিংয়ে সৌম্য ও ইমরানুজ্জমান (৩৬) মিলে ৮.৫ ওভারে যোগ করেন ৭১ রান। এরপর এনামুল হক বিজয় ব্যাট হাতে ঝড় তোলেন—২৬ বলে ৪৯ রান করে ম্যাচসেরার স্বীকৃতি পান তিনি। আফিফ হোসেনও খেলেছেন কার্যকরী ২৫ বলে ৩৩ রানের ইনিংস।
ঢাকা মেট্রোর পক্ষে আবু হায়দার রনি নিয়েছেন ২ উইকেট।
রান তাড়ায় নেমে শুরুটা ভালো করলেও চাপ সামলাতে পারেনি ঢাকা মেট্রো। ওপেনার মাহফিজুল ইসলাম রানআউট হওয়ার পরও ৮.২ ওভারে এক উইকেটে ৭০ রান তুলেছিল তারা। কিন্তু আনিসুল ইসলাম (২৮) ও অধিনায়ক মোহাম্মদ নাঈমের (৩৩) বিদায়ের পর ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ।
মাত্র ১৪ রানে ৭ উইকেট হারিয়ে ৩ উইকেটে ১০৩ থেকে ১১৭ রানে গুটিয়ে যায় বড় আশা। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে অলআউট হয়ে দলটি থামে ১৪৯ রানে।
খুলনার তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী বল হাতে দুর্দান্ত ছিলেন। তিনি ৩.১ ওভারে ২২ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট।
টুর্নামেন্টের অবস্থান
এই জয়ে খুলনা পেয়েছে এবারের আসরে তাদের প্রথম জয়। প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর তিন ম্যাচে তাদের পয়েন্ট তালিকায় এটি গুরুত্বপূর্ণ সাফল্য। অন্যদিকে ঢাকা মেট্রোর জন্য এটি টুর্নামেন্টের দ্বিতীয় হার।