• হোম > দেশজুড়ে > সাতক্ষীরায় ৫৯৩ মন্ডপে শারদীয় দুর্গাপূজা শুরু

সাতক্ষীরায় ৫৯৩ মন্ডপে শারদীয় দুর্গাপূজা শুরু

  • রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৩
  • ৪৫

---

সাংস্কৃতিক গাম্ভীর্য ও উৎসাহের মধ্য দিয়ে সারা দেশের মতো সাতক্ষীরাতেও শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে ২ অক্টোবর পর্যন্ত চলবে পাঁচ দিনব্যাপী এ মহোৎসব।

এ বছর জেলার ৫৯৩টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। প্রতিমা শিল্পীরা এখন শেষ মুহূর্তের কাজে ব্যস্ত সময় পার করছেন। দেবী দুর্গা, গণেশ, কার্তিক, মহিষাসুরসহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা সাজানোর কাজ প্রায় শেষ পর্যায়ে।

শিল্পীদের ব্যস্ততা ও চ্যালেঞ্জ

একেকটি প্রতিমা তৈরি করতে খরচ পড়ছে ২৫ হাজার থেকে ৩-৪ লাখ টাকা পর্যন্ত। খরচ নির্ভর করছে উপাদান ও নকশার জটিলতার ওপর। মাটি, খড়, বাঁশ, কাঠ ও দড়ির মতো প্রয়োজনীয় উপকরণের দাম গত বছরের তুলনায় বেড়ে যাওয়ায় শিল্পীদের জন্য বাড়তি চাপ তৈরি করেছে।

সিনিয়র প্রতিমা শিল্পী গুরুপদ মণ্ডল, যিনি প্রায় ৫০ বছর ধরে এ কাজে যুক্ত, বলেন—
“এবার সব উপকরণই দামী। তারপরও সীমিত বাজেটেই সুন্দর প্রতিমা বানানোর চেষ্টা করছি। পূজার আনন্দে কোনো ঘাটতি রাখতে চাই না।”

নিরাপত্তার বিশেষ ব্যবস্থা

পূজার নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা ইনস্টল বাধ্যতামূলক করা হয়েছে। পুলিশ, সেনা সদস্য ও প্রশাসনের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে তিনস্তর নিরাপত্তা ব্যবস্থা।

জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম মুনীর বলেন—
“আমরা সর্বোচ্চ সজাগতায় প্রস্তুতি নিয়েছি। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।”

এ ছাড়া জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, প্রশাসনের পক্ষ থেকে মন্ডপগুলো সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

মন্ডপের সংখ্যা

জেলার প্রতিটি উপজেলাতেই নির্ধারিত সংখ্যক মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে—

  • সদর উপজেলায় ১০৭টি

  • কলারোয়ায় ৪৫টি

  • তালায় ১৯৬টি

  • আশাশুনিতে ১০৪টি

  • দেবহাটায় ২১টি

  • কালিগঞ্জে ৫০টি

  • শ্যামনগরে ৭০টি

উৎসবের সাজসজ্জা

প্রতিটি মন্ডপ এখন উৎসবের সাজে রঙিন হয়ে উঠছে। প্রতিমার পোশাক, অলংকার, রঙিন আলোকসজ্জা ও কাপড় দিয়ে প্রতিমা ঢাকা—সব কাজ চলছে দিন-রাত সমানতালে। শিল্পী ও আয়োজকরা চান, পূজার প্রথম দিন থেকেই যেন প্রতিটি মন্ডপ ঝলমলিয়ে ওঠে।

একসাথে ধর্মীয় ও সাংস্কৃতিক আনন্দ

শারদীয় দুর্গাপূজা কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি সাংস্কৃতিক ঐতিহ্যেরও অংশ। পরিবারের সবার মিলনমেলা, পূজা মন্ডপে প্রার্থনা, আর্ট, সঙ্গীত ও আলোকসজ্জার মাধ্যেমে সাতক্ষীরায় ছড়িয়ে পড়েছে উৎসবের আবহ।

এই উৎসবকে ঘিরে ভক্ত-দর্শনার্থী ও সাধারণ মানুষের মিলনমেলায় ভরে উঠবে পুরো সাতক্ষীরা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5064 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 03:46:12 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh