• হোম > দেশজুড়ে > দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আট দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আট দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪০
  • ১০২

---

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা আট দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এ সময় পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিকভাবেই চালু থাকবে।

সোনামসজিদ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মো. মাইনুল ইসলাম জানান, সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি এবং ভারতের মহদিপুর রপ্তানিকারক সমিতির ছুটির কারণে বন্দরের কার্যক্রম ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ৪ অক্টোবর থেকে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনের এসআই জামিরুল ইসলাম বলেন, “বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল প্রতিদিনের মতো অব্যাহত থাকবে।”


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5014 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 04:47:49 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh