• হোম > ক্রিকেট | খেলা > অলিখিত সেমিফাইনাল: ফাইনালের টিকিটের জন্য আজ বাংলাদেশ-পাকিস্তান লড়াই

অলিখিত সেমিফাইনাল: ফাইনালের টিকিটের জন্য আজ বাংলাদেশ-পাকিস্তান লড়াই

  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৬
  • ৪৮

---

ভারতের বিপক্ষে হারের পর আর কোনো ভুলের সুযোগ নেই বাংলাদেশের সামনে। কারণ আজকের ম্যাচটাই আসলে এক অলিখিত সেমিফাইনাল। জয় মানেই ফাইনালে ওঠা, আর হার মানেই বিদায়। এশিয়া কাপের সুপার ফোর থেকে ফাইনালের শেষ টিকিট পেতে লড়াই করবে বাংলাদেশ ও পাকিস্তান।

ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় বাংলাদেশ সময়। বিজয়ী দল ফাইনালে খেলবে ভারতের বিপক্ষে। ভারত ইতোমধ্যেই প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশে পরিবর্তন

ভারতের কাছে ৪১ রানে হারের পর টাইগার একাদশে পরিবর্তন আসতে পারে। ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। একাদশে দেখা যেতে পারে শেখ মেহেদী হাসান ও তাসকিন আহমেদকেও।

বাংলাদেশ সুপার ফোরে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও বুধবার ভারতের কাছে হেরে যায়। তাই পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটাই নির্ধারণ করবে ফাইনালের ভাগ্য।

পাকিস্তানের লক্ষ্য চ্যাম্পিয়নশিপ

অন্যদিকে পাকিস্তানও ফাইনালে জায়গা পেতে মরিয়া। ভারতের কাছে হারের পর তারা ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কাকে হারিয়ে। পাকিস্তান শিবির থেকে স্পষ্ট বার্তা— এবারের আসরে তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি বলেন—

“বাংলাদেশ ভালো দল। সাম্প্রতিক সময়ে তারা ভালো ক্রিকেট খেলছে। ওদের বিপক্ষে খেলতে হলে নিজেদের দিকেই নজর দিতে হবে। সব বিভাগেই ভালো খেলতে হবে।”

পরিসংখ্যান বলছে…

টি-টোয়েন্টি ইতিহাসে পাকিস্তান অনেক এগিয়ে। দুই দল এতদিনে মুখোমুখি হয়েছে ২৫ বার। এর মধ্যে পাকিস্তান জয় পেয়েছে ২০ বার, আর বাংলাদেশের জয় মাত্র ৫টি।

  • নিরপেক্ষ ভেন্যুতে: পাকিস্তান জয় ৮, বাংলাদেশ জয় ১।

  • সাম্প্রতিক পাঁচ লড়াইয়ে: পাকিস্তান জিতেছে ৩টিতে, বাংলাদেশ ২টিতে।

তবে শেষ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। তাই আজকের ম্যাচে টাইগাররা আত্মবিশ্বাস নিয়েই নামবে মাঠে।

উপসংহার

আজকের ম্যাচে জয়ী দলই নিশ্চিত করবে ফাইনালের টিকিট। তাই বাংলাদেশের জন্য এটি কেবল আরেকটি ম্যাচ নয়, বরং ইতিহাস গড়ার সুযোগও বটে। এখন অপেক্ষা রাত সাড়ে ৮টার, যখন মাঠে নামবে দুই দল— একপাশে অভিজ্ঞ পাকিস্তান, অন্যপাশে লড়াকু বাংলাদেশ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/5006 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 07:48:42 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh