• হোম > বিদেশ > জাতিসংঘে ব্যস্ত দিন: একাধিক বিশ্বনেতার সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস

জাতিসংঘে ব্যস্ত দিন: একাধিক বিশ্বনেতার সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস

  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪
  • ৫৩

---

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কূটনৈতিক অঙ্গনে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর ও হোটেলভিত্তিক বৈঠকে তিনি একাধিক বিশ্বনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

সকালে তিনি যুক্তরাষ্ট্রের একটি হোটেলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেন। এতে উভয় দেশের অর্থনৈতিক সহযোগিতা ও বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

এরপর জাতিসংঘ সদর দপ্তরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দারিদ্র্য হ্রাসে সহযোগিতার বিষয় উঠে আসে।

দিনের পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টা ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শিক্ষা, প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা আলোচিত হয়।

এছাড়াও তিনি কোসোভোর প্রেসিডেন্ট ভজোস্যা ওসমানির সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে গণতান্ত্রিক মূল্যবোধ, নারীর ক্ষমতায়ন ও আন্তর্জাতিক শান্তিরক্ষায় সহযোগিতা জোরদারের বিষয়ে কথা হয়।

মানবিক দৃষ্টিকোণ

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের একের পর এক বৈঠক শুধু কূটনৈতিক সম্পর্কই নয়, বরং বৈশ্বিক মানবিক ও উন্নয়ন ইস্যুতে বাংলাদেশের অবস্থানকে আন্তর্জাতিক পর্যায়ে আরও দৃঢ় করছে। জলবায়ু সংকট, দারিদ্র্য হ্রাস, প্রযুক্তিগত সহযোগিতা এবং নারীর ক্ষমতায়নের মতো বিষয়গুলো আলোচনায় আসায় বাংলাদেশের অগ্রাধিকারের প্রতিফলনও এতে স্পষ্ট হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4998 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 12:18:10 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh