• হোম > বাংলাদেশ > চট্টগ্রাম বিমানবন্দরে পাইপলাইনের মাধ্যমে জেট জ্বালানি সরবরাহ কার্যক্রম শুরু

চট্টগ্রাম বিমানবন্দরে পাইপলাইনের মাধ্যমে জেট জ্বালানি সরবরাহ কার্যক্রম শুরু

  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০১
  • ২২

---

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে জেট জ্বালানি সরবরাহ শুরু হয়েছে।

আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই সুবিধার উদ্বোধন করা হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সহযোগী প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ জেট এ-১ পাইপলাইন নির্মাণ করেছে। পাইপলাইনটি পদ্মার ‘প্রধান স্থাপনা (এমআই)’ থেকে বিমানবন্দরে জ্বালানি পরিবহনের কাজে ব্যবহৃত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম প্রকল্পটি উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানবাহিনীর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ, বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর, পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান ও প্রকল্প পরিচালক অমিত কুমার বড়ুয়া।

জ্বালানি সচিব জানান, এই প্রকল্প দেশের প্রথম বিমানবন্দরকে পাইপলাইনের মাধ্যমে জেট ফুয়েল সরবরাহের সুযোগ দিয়েছে। এর ফলে বিমানে দ্রুত, নিরাপদ ও পরিবেশবান্ধব জ্বালানি সরবরাহ নিশ্চিত হবে, দুর্ঘটনার ঝুঁকি কমবে, পরিবহন খরচ হ্রাস পাবে এবং জ্বালানি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি পাবে।

পদ্মা অয়েলের তথ্য অনুযায়ী, ১৭০ কোটি টাকার প্রকল্পটি ২০২৩ সালের ১৯ ডিসেম্বর শুরু হলেও ১৫৫ কোটি টাকায় নির্মাণ সম্পন্ন হয়েছে। ৮ ইঞ্চি ব্যাসের ৫.৭৭ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন ঘণ্টায় ১৪০ ঘনমিটার জ্বালানি পরিবহন করতে সক্ষম, যা মাত্র ৯০ মিনিটে বিমানবন্দরে পৌঁছে দেবে। এই নতুন ব্যবস্থার মাধ্যমে কোম্পানি বছরে আনুমানিক আড়াই কোটি টাকা সাশ্রয় করবে।

প্রকল্প পরিচালক অমিত কুমার বড়ুয়া বলেন, “সড়কপথে জ্বালানি পরিবহন সময়সাপেক্ষ, ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। পাইপলাইনটি সরবরাহ প্রক্রিয়াকে নিরাপদ, দ্রুত ও সাশ্রয়ী করবে।”


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4970 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 04:38:39 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh