• হোম > দেশজুড়ে > ২৮ সেপ্টেম্বর থেকে অংশীজনদের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)

২৮ সেপ্টেম্বর থেকে অংশীজনদের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)

  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৯
  • ৫০

---

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে অংশীজনের সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক বাসসকে জানান, প্রথম পর্যায়ে সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সংলাপে আমন্ত্রণ জানানো হবে। এরপর ধাপে ধাপে অন্যান্য অংশীজনের সঙ্গে সংলাপের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

ইসির রোডম্যাপে বলা হয়েছে, সংলাপ শুরু হওয়ার এক সপ্তাহ থেকে ১০ দিন আগে অংশীজনদের নোটিশ দেওয়া হবে। প্রথম পর্যায়ে সুশীল সমাজ, নারী সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে আলোচনা হবে। পরে নিবন্ধিত রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, পর্যবেক্ষক সংস্থা, নির্বাচন বিশেষজ্ঞ ও জুলাই যোদ্ধাদের সঙ্গে সংলাপ চলবে। এই প্রক্রিয়া এক থেকে দেড় মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে ইসির কাছে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে; ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ইসিতে ১৪৩টি দল আবেদন করেছিল, যার মধ্যে প্রাথমিক বাছাইয়ে ১২১টি আবেদন বাতিল হয়। বাছাইয়ে উত্তীর্ণ ২২টি দলকে মাঠ পর্যায়ে যাচাই করা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4950 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 06:28:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh