• হোম > এক্সক্লুসিভ | এন্টারটেইনমেন্ট | ফিচার | রাজনীতি > ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে সারাদেশে মামলার হুমকি

ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে সারাদেশে মামলার হুমকি

  • শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০, ১১:০৯
  • ৬৬৬

ইলিয়াস কাঞ্চন
‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে সারাদেশে মামলার হুমকি দিয়েছে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন৷ সংগঠনের কার্যকরী সভাপতি শাজাহান খানের বিরুদ্ধে মামলা করায় তারা এই হুমকি দিয়েছে৷
শাজাহান খান একইসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য, সাংসদ এবং সাবেক নৌমন্ত্রী৷ শাজাহান খানের বিরুদ্ধে গত বুধবার ১০০ কোটি টাকার ক্ষতিপুরণ ও মানহানির মামলা করেন ইলিয়াস কাঞ্চন৷ অভিযোগ আমলে নিয়ে ঢাকার যুগ্ম-জেলা জজ আদালত বৃহস্পতিবার শাজাহান খানের বিরুদ্ধে সমন জারি করেন৷

ইলিয়াস কাঞ্চন মামলার অভিযোগে বলেছেন,‘‘গত বছরের ৮ ডিসেম্বর নারায়ণগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে শাজাহান খান বলেছেন, ইলিয়াস কাঞ্চন অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন৷ ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কী উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে নেন, সেই হিসাব আমি জনসম্মুখে তুলে ধরব৷’’ এতে ক্ষুব্ধ হয়ে তিনি এই মামটি করেন৷

‘ইলিয়াস কাঞ্চন সারাদেশের পরিবহণ শ্রমিকদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়…
বৃহস্পতিবার আদালত সমন জারির পর ওইদিনই শাজাহান খানের সংগঠন বাংলাদেশ পরিবহন শ্রমিক সংগঠন কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করে সারাদেশে ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয়৷ সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান আলী শুক্রবার জানান,‘‘ইলিয়াস কাঞ্চন আমাদের সংগঠনের সভাপতি শাজাহান খানের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন৷ এর প্রতিবাদে ১৮ ফেব্রুয়ারি সারাদেশে আমরা প্রতিবাদ সমাবেশ করব৷ আর ওই দিনের (১৮ ফেব্রুয়ারি) মধ্যে তিনি যদি মামলা প্রত্যাহার না করেন তাহলে সারাদেশে আমরা পরিবহণ শ্রমিকরা তার বিরুদ্ধে মামলা করব৷’’

আইনগতভাবে মোকাবেলা না করে সারাদেশে মামলা কেন? প্রশ্ন করলে তিনি বলেন,‘‘আমরা ওই মামলাটিতো আইনগতভাবেই মোকাবেলা করব৷ কিন্তু ইলিয়াস কাঞ্চন সারাদেশের পরিবহণ শ্রমিকদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছেন৷ দুর্ঘটনার জন্য পরিবহণ শ্রমিকদের ফাঁসি চেয়েছেন৷ দুর্ঘটনার জন্য পরিবহণ শ্রমিকদের এককভাবে দায়ী করেছেন৷ এজন্য আমরা মামলা করব৷’’


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/494 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 05:02:56 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh