দক্ষিণ কোরিয়ায় ইউনিফিকেশন চার্চের নেত্রী হান হাক জা-কে গ্রেফতার করা হয়েছে।
৮২ বছর বয়সী জা-কে সাবেক ফার্স্ট লেডি কিম কেওন হি এবং একজন প্রভাবশালী আইনজীবীর কাছে বিলাসবহুল উপহার ও ঘুষ প্রদান সংক্রান্ত অভিযোগে মঙ্গলবার গ্রেফতার করা হয়। প্রসিকিউটররা জানান, প্রমাণ ধ্বংসের আশঙ্কায় সিউল সেন্ট্রাল জেলা আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
গত সপ্তাহে জা-কে জিজ্ঞাসাবাদ করা হয়, এরপর পরদিনই আদালতে গ্রেফতারের আবেদন করা হয়। পরোয়ানা জারি হওয়ার পর তিনি সিউল ডিটেনশন সেন্টারে হেফাজতে নেওয়া হয়।
১৯৫৪ সালে তার প্রয়াত স্বামী মুন সান-মিয়ং ইউনিফিকেশন চার্চ প্রতিষ্ঠা করেন। গির্জাটি বহু বিতর্কের মধ্যে রয়েছে এবং মিডিয়া, পর্যটন ও খাদ্য বিতরণের মতো বিভিন্ন ব্যবসায় জড়িত।
ইউনিফিকেশন চার্চ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা আদালতের রায় মেনে নিয়ে তদন্ত ও বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করবে এবং গির্জার প্রতি বিশ্বাস পুনরুদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে।