• হোম > প্রধান সংবাদ > দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫
  • ৪১

---

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছেন।

সোমবার রাতে স্থানীয় একটি হোটেলে আয়োজিত এই সাক্ষাতে প্রধান উপদেষ্টা দিদারুল ইসলামের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবারের হাতে একটি ক্রেস্ট তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন নিহত কর্মকর্তার বাবা-মা, দুই সন্তান, ভাই-বোনসহ পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা। এছাড়া প্রধান উপদেষ্টার সফরসঙ্গী এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাও উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, দিদারুল ইসলামের মৃত্যুতে শুধু পরিবার নয়, গোটা বাংলাদেশ শোকাহত হয়েছে। নিউইয়র্কে তাঁর শেষ বিদায়ে হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করেছে যে তিনি ছিলেন সবার কাছে সম্মানিত ও প্রিয় একজন পুলিশ কর্মকর্তা।

পরিবার জানায়, ২০২১ সালে নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগ দেওয়া দিদারুল ব্রঙ্কসের ৪৭ নম্বর প্রিসিঙ্কটে কর্মরত ছিলেন। দায়িত্ব পালনের সময় গত ২৮ জুলাই এক বন্দুকধারীর গুলিতে তিনি নিহত হন। দুই সন্তানের জনক দিদারুল জীবনের ঝুঁকি নিয়ে হামলাকারীকে প্রতিহত করতে গিয়ে শহীদ হন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4932 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 06:32:54 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh