• হোম > দেশজুড়ে > হাসিনা-রেহানার দুর্নীতি মামলার আরও ৯ সাক্ষীর জবানবন্দি গ্রহণ

হাসিনা-রেহানার দুর্নীতি মামলার আরও ৯ সাক্ষীর জবানবন্দি গ্রহণ

  • রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৬
  • ৩৬

---

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ৫৩ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে করা তিনটি মামলায় আরো ৯ জন সাক্ষ্য দিয়েছেন। রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নিতে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলাগুলো দায়ের করে।

রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে এসব সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য শেষে আদালত আগামী ৬ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

আসামিদের মধ্যে রয়েছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক।

মামলাগুলোর মধ্যে শেখ রেহানা ও শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় চারজন সাক্ষ্য দেন। তারা হলেন—ইস্টার্ন হাউজিংয়ের নির্বাহী মহাব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদুজ্জামান, অপারেটিভ ডিরেক্টর শেখ শমসের আলী, সহকারী নির্বাহী হিমেল চন্দ্র দাস এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান।

আজমিনা সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৮ আসামির মামলায় একই চারজন সাক্ষ্য দেন। আর রাদওয়ান মুজিব সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৮ জনের মামলায় সাক্ষ্য দিয়েছেন আক্তার জাহান।

দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৩ জানুয়ারি দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন শেখ রেহানার বিরুদ্ধে প্রথম মামলা করেন। একই দিনে আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধেও পৃথক মামলা দায়ের করা হয়। প্রতিটি মামলায় শেখ হাসিনা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ অন্যদের আসামি করা হয়েছে।

গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4903 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 03:19:01 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh