• হোম > বিদেশ > জেলেনস্কি জানালেন, আগামী সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন

জেলেনস্কি জানালেন, আগামী সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন

  • রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০০
  • ৪৯

---

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হবে।

শনিবার কিয়েভে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করা হবে।

এরই মধ্যে ইউক্রেনজুড়ে রুশ হামলা তীব্র আকার ধারণ করেছে। জেলেনস্কি জানান, গত রাতে রাশিয়া অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র ও ৫৮০টি ড্রোন নিক্ষেপ করেছে। এসব হামলায় অন্তত তিনজন নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন। পাল্টা হিসেবে ইউক্রেনও রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালিয়েছে।

পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তার দাবি জানিয়ে আসছে। ইউক্রেনও এ ধরনের নিশ্চয়তার পক্ষে অবস্থান নিয়েছে। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করেছেন, ইউক্রেনে কোনো পশ্চিমা সেনা উপস্থিতি রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য হবে এবং এর পরিণতি হবে ভয়াবহ।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ দ্রুত শেষ করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে। একইসঙ্গে পুতিন ও জেলেনস্কির মধ্যে আলোচনার সম্ভাবনাও কার্যত অনুপস্থিত বলে ধারণা করা হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4891 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 06:45:37 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh