রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সামারা অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় চারজন নিহত ও একজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশেভ এ তথ্য নিশ্চিত করেন।
অন্যদিকে কিয়েভ জানায়, শুক্রবার রাতভর রাশিয়া শত শত ড্রোন ব্যবহার করে ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে।
মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ হামলা দুই দেশের চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও তীব্র করে তুলেছে।