সাতক্ষীরার শ্যামনগরে কোস্টগার্ডের বিশেষ অভিযানে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চালানো এ অভিযানের বিষয়টি শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে নিশ্চিত করেছেন কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি অসাধু চক্র ভারত থেকে বিপুল পরিমাণ ওষুধ বাংলাদেশে পাচার করছে। খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন কৈখালী-এর একটি দল শ্যামনগর থানাধীন মীরগ্যাং ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় এসব ওষুধ জব্দ করা হয়।
কোস্টগার্ডের বক্তব্য
লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন বলেন,
“চোরাচালানকারীরা দেশের অর্থনীতি ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। জব্দকৃত ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
তিনি আরও জানান, চোরাচালান ও অবৈধ বাণিজ্য রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রেক্ষাপট
বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ভারত থেকে অবৈধভাবে ওষুধ ও ভোগ্যপণ্য আমদানির প্রবণতা দীর্ঘদিন ধরে চলে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের চোরাই ওষুধের মান অনিশ্চিত হওয়ায় এগুলো জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে।