• হোম > প্রধান সংবাদ > প্রধান উপদেষ্টা: বাংলাদেশে টেকসই ও সাশ্রয়ী জ্বালানি সমাধান জরুরি

প্রধান উপদেষ্টা: বাংলাদেশে টেকসই ও সাশ্রয়ী জ্বালানি সমাধান জরুরি

  • শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২০
  • ৫৬

---

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশকে এখনই পরিচ্ছন্ন, নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের পথে এগোতে হবে।

বৃহস্পতিবার রাতে অ্যানথ্রোপোসিন ইনস্টিটিউটের চেয়ারম্যান কার্ল পেজ ও তার সহকর্মীদের সঙ্গে এক ভার্চুয়াল সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ দীর্ঘ সময় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল থাকতে পারবে না। এখন সময় এসেছে বিকল্প পরিচ্ছন্ন জ্বালানিকে গুরুত্ব সহকারে বিবেচনা করার, যার মধ্যে বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ উৎপাদন বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

সম্মেলনে কার্ল পেজ, যিনি গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজের ভাই, পরবর্তী প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি ও হাইব্রিড সিস্টেমের অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন, এসব প্রযুক্তি নির্ভরযোগ্য ও শূন্য-কার্বন বিদ্যুৎ সরবরাহে সক্ষম।

তিনি আরও উল্লেখ করেন, বার্জ-ভিত্তিক পারমাণবিক রিঅ্যাক্টরগুলো সাশ্রয়ী, কম রক্ষণাবেক্ষণ প্রয়োজন এবং বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্পখাতকে কয়েক দশক ধরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারবে।

পেজ জানান, পারমাণবিক শক্তি এখন আর বিশ্বব্যাংকের মতো বড় উন্নয়ন অর্থায়ন সংস্থাগুলোর কাছে নিষিদ্ধ নয়। ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ ইতোমধ্যেই তাদের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে এ প্রযুক্তি গ্রহণ শুরু করেছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4858 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 03:19:41 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh