নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ও সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, গণতান্ত্রিক উপায়ে সরকার গঠনের একমাত্র পথ হলো নির্বাচন, এর কোনো বিকল্প নেই। নির্বাচনই গণতান্ত্রিক ধারাকে সুসংহত করবে।
আজ শুক্রবার মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সুজন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ও আসনভিত্তিক পদ্ধতি—দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে। আমাদের প্রস্তাব হলো দুটি পদ্ধতিই কার্যকর করা। নিম্ন কক্ষে আসনভিত্তিক ভোট এবং উচ্চ কক্ষে পিআর ভিত্তিক ভোট অনুষ্ঠিত হলে তা অধিক কার্যকর হবে।
সভায় সভাপতিত্ব করেন সুজন উপজেলা শাখার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। প্রধান বক্তা ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।