• হোম > রাজনীতি > চাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা: নারী ও ভিন্নধর্মীর অন্তর্ভুক্তি

চাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা: নারী ও ভিন্নধর্মীর অন্তর্ভুক্তি

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫২
  • ৮৪

---

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। তাদের প্যানেলের নাম ‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’। বৃহস্পতিবার বেলা তিনটায় ক্যাম্পাসের জারুলতলায় এই প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় মানবসম্পদ সম্পাদক সাইদুল ইসলাম।

শীর্ষ তিন পদে প্রার্থী

  • সহসভাপতি (ভিপি): ইব্রাহিম হোসেন (চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি, ইতিহাস বিভাগের এমফিল শিক্ষার্থী)

  • সাধারণ সম্পাদক (জিএস): সাঈদ বিন হাবিব (বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য সম্পাদক, ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী)

  • সহসাধারণ সম্পাদক (এজিএস): সাজ্জাদ হোসেন (শাহজালাল হল সভাপতি, ফিন্যান্স বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী)

কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আকাশ দাশ।

অন্তর্ভুক্তিমূলক প্যানেল দাবি

প্যানেল ঘোষণার সময় সাইদুল ইসলাম বলেন,
“আমাদের প্যানেলটি অন্তর্ভুক্তিমূলক। এখানে ভিন্নধর্মী যেমন আছেন, তেমনি নারী শিক্ষার্থীরাও জায়গা পেয়েছেন।”

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আলী বলেন,
“ছাত্রদল আমাদের সহযোদ্ধা ছিল। কিন্তু এখন তারা অহেতুক অভিযোগ করছে।”

অন্যান্য পদে প্রার্থীরা

  • খেলাধুলা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক: মোহাম্মদ শাওন

  • সহ–খেলাধুলা সম্পাদক: শাহপরাণ মারুফ

  • সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: হারেজুল ইসলাম

  • সহ–সাহিত্য সম্পাদক: জিহাদ হোসেইন

  • দপ্তর সম্পাদক: আবদুল্লাহ আল নোমান

  • সহ–দপ্তর সম্পাদক: জান্নাতুল আদন

  • ছাত্রীকল্যাণ সম্পাদক: নাহিমা আক্তার

  • সহ–ছাত্রীকল্যাণ সম্পাদক: জান্নাতুল ফেরদাউস

  • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক: মাহবুবুর রহমান

  • গবেষণা ও উন্নয়ন সম্পাদক: তানভীর আঞ্জুম

  • সমাজসেবা ও পরিবেশ সম্পাদক: তাহসিনা রহমান

  • স্বাস্থ্য সম্পাদক: আফনান হাসান

  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: মোনায়েম শরীফ

  • ক্যারিয়ার ডেভলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক: মেহেদি হাসান

  • যোগাযোগ ও আবাসন সম্পাদক: ইসহাক ভূঁইয়া

  • সহ–যোগাযোগ ও আবাসন সম্পাদক: ওবায়দুল সালমান

  • আইন ও মানবাধিকার সম্পাদক: তাওহিদ রাব্বি

  • পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক: মাসুম বিল্লাহ

নির্বাহী সদস্য পদে

জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান ফারসি, সোহানুর রহমান ও আদনান শরিফ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4823 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 08:33:51 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh