• হোম > NGO > পৃথিবী ভ্রমণ : পুরো পরিবার ১৭ বছর ধরে ৮০ বছর পুরাতন গাড়ীর সাথে

পৃথিবী ভ্রমণ : পুরো পরিবার ১৭ বছর ধরে ৮০ বছর পুরাতন গাড়ীর সাথে

  • শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০, ২২:৩৫
  • ৮৩৩

পৃথিবী ভ্রমণঅনেকেই আছেন যাদের কাছে ভ্রমণ একধরনের নেশা। তবে ভ্রমণের নেশায় একটানা ১৭ বছর কাটিয়ে দেওয়ার ঘটনাটি বিরল। মজার কথা হলো এসময় আলোচ্য ভ্রমণপিপাসুদের সঙ্গে ছিল ৯০ বছর পুরোনো গাড়ি।
পুরাতন এই গাড়িকে বাড়ি বানিয়েই হারমান ও ক্যানডেলারিয়া জ্যাপ নামের দম্পতি ঘুরে বেরিয়েছেন বিভিন্ন দেশ।

এই ১৭ বছরে তাদের সংসারে এসেছে ৪ সন্তান যাদের জন্ম হয়েছে ভ্রমণ কালেই। হারমান-ক্যানডেলারিয়া দম্পতির সন্তান পাম্পা(১৫) জন্ম নিয়েছে নর্থ ক্যারোলিনাতে, তেহু(১২) জন্ম নিয়েছে আর্জেন্টিনাতে, পালমা(৯) জন্ম নিয়েছে ভ্যানকোভার দ্বীপে এবং তিন বছরের উল্লাবি জন্ম নিয়েছে অস্ট্রেলিয়াতে।

১৭ বছরের এ রেকর্ডে রয়েছে ২ লক্ষ মাইল পথ, ৪০ এর উপরের দেশ ভ্রমণ।

ভ্রমণকালে পেয়েছেন নানা বাঁধার। কখনও সামনে সাগর, নদী, বিশাল পাহাড় অথবা মুরুভুমি! সব পথ তারা জয় করেছেন নিজেদের পন্থাতেই।

হারমান-ক্যানডেলারিয়া জুটির দেখা হয়েছিল যখন হারমান ১০ বছরের এবং জ্যাপ মাত্র ৮ বছরের। সেই থেকে দুইজন বন্ধু, এখনও তাদের বন্ধুত্ব অটুট। এদিকে হারমান এখন একজন আইটি বিশেষজ্ঞ। ১৯৯৬ সালে বিয়ে করার পর হারমান-জ্যাপ জুটি তাদের বিশ্ব ভ্রমণ শুরু করেন ২০০০ সাল থেকে।

বর্তমানে হারমান-ক্যানডেলারিয়া ফিলিপাইনে রয়েছে। হারমানের বয়স এখন ৪২ বছর আর  ক্যানডেলারিয়ার বয়স ৪০ বছর।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/478 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 09:53:13 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh