• হোম > বাংলাদেশ > দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের টানা চার দিন ছুটি

দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের টানা চার দিন ছুটি

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩
  • ৯৩

---

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। আগামী ১ অক্টোবর (বুধবার) থেকে ছুটি শুরু হয়ে চলবে ৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত। এর মধ্যে ৩ ও ৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি অফিসগুলোতে টানা ছুটির আমেজ তৈরি হবে।

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মহানবমী উপলক্ষে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। এরপরের দুই দিন যথারীতি সাপ্তাহিক বন্ধ।

গত বছরের ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। তালিকা অনুযায়ী, এ বছর ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং দুর্গাপূজায় ২ দিন সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। তবে দুর্গাপূজার জন্য এবার অতিরিক্ত এক দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা চার দিনের বিশ্রাম।


শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

 সরকারি প্রাথমিক বিদ্যালয়
দুর্গাপূজা উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে টানা ১১ দিন ছুটি থাকবে। ২৬ ও ২৭ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত ২৬ সেপ্টেম্বর থেকেই শুরু হবে এই ছুটি। ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি চলবে। ফলে ৭ অক্টোবর আবার ক্লাস শুরু হবে।

 মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলো ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা ১২ দিন ছুটিতে থাকবে। এ ক্ষেত্রে ১০ দিনের দুর্গাপূজার ছুটি ও দুই দিনের সাপ্তাহিক ছুটি একসাথে যুক্ত হয়েছে।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১ ও ২ অক্টোবর দুই দিনের ছুটি থাকবে।

মাদ্রাসা
দুর্গাপূজা উপলক্ষে মাদ্রাসাগুলোতে কোনো ছুটি থাকছে না।


প্রেক্ষাপট

আগের সরকারের সময়ে ঈদে তিন দিন ও দুর্গাপূজায় এক দিন ছুটি থাকত। তবে পরবর্তী সময়ে নির্বাহী আদেশে একাধিকবার ছুটির মেয়াদ বাড়ানো হয়। এবারও সেই ধারাবাহিকতায় দুর্গাপূজায় সরকারি ছুটি চার দিনে উন্নীত হলো।

বিশেষজ্ঞরা মনে করেন, টানা ছুটি শুধু উৎসবের আনন্দ বাড়ায় না, পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর সুযোগও তৈরি করে। বিশেষত দুর্গাপূজার মতো সর্বজনীন উৎসবে এ ধরনের ছুটি ধর্মীয় সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4784 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 08:49:07 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh