• হোম > বাংলাদেশ > বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ৬৬ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ৬৬ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৯
  • ৪১

---

রাজধানীর রমনা থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৬ জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকার একটি আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এই অব্যাহতির আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মির্জা ফখরুলের আইনজীবী জাকির হোসেন জুয়েল।

অব্যাহতি পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, আহমেদ আজম খান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিব উন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, সুলতান সালাহ উদ্দিন টুকু, ফজলুল হক মিলন, এসএম রবিউল ইসলাম নয়ন, তাবিথ আউয়াল ও জহির উদ্দিন স্বপনসহ আরও অনেকে।

মামলার অভিযোগে বলা হয়েছিল, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি নেতাকর্মীরা রমনা থানার সামনে বিভাগীয় কমিশনার ভবনের সামনে সমাবেশ করে রাষ্ট্রবিরোধী স্লোগান দেন ও মিছিল করেন। পরে সেগুনবাগিচা কাঁচাবাজার এলাকায় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যান।

এ ঘটনায় ৩১ অক্টোবর রমনা থানার এসআই আউয়াল মির্জা ফখরুলসহ ৫৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

২০২৪ সালের ২১ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে মির্জা ফখরুলসহ ৬৬ জনকে অব্যাহতির আবেদন করেন। আজ সেই প্রতিবেদন গ্রহণ করে আদালত মামলার দায় থেকে তাদের অব্যাহতি দেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4782 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 04:38:29 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh