চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে জব্দ হওয়া ১৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদালতের নির্দেশে স্টেশনে রক্ষিত ৫৯ কেজি ৮৫০ গ্রাম গাঁজা আজ (মঙ্গলবার) বিকেল ৪টায় ধ্বংস করা হয়। যার বাজারমূল্য প্রায় ১৮ লাখ ১৫ হাজার টাকা। এসময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রতিনিধির পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৩০ মার্চ থেকে ২০ জুন পর্যন্ত কোস্ট গার্ড চাঁদপুর সদর উপজেলায় পাঁচটি অভিযান চালিয়ে সাড়ে ৬০ কেজি গাঁজাসহ চারজনকে আটক করে। পরে আইনানুগ প্রক্রিয়ায় তাদের থানায় হস্তান্তর করা হয় এবং জব্দকৃত গাঁজার ৬৫০ গ্রাম নমুনা সংরক্ষিত থাকে।