• হোম > চট্টগ্রাম > চট্টগ্রাম কাস্টমসে দুদকের অভিযান: ঘুষের টাকাসহ রাজস্ব কর্মকর্তা আটক

চট্টগ্রাম কাস্টমসে দুদকের অভিযান: ঘুষের টাকাসহ রাজস্ব কর্মকর্তা আটক

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৩
  • ৪১

---

চট্টগ্রাম কাস্টমস হাউসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফাঁদ অভিযান চালিয়ে ঘুষের টাকাসহ এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও তার সহযোগীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে দুদক চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তাররা হলেন—সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় এবং তার সহযোগী মাইনুদ্দীন। তাদের কাছ থেকে ঘুষের ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।

দুদক জানায়, হোমল্যান্ড প্লাস্টিক স্যু ইন্ডাস্ট্রিজের প্রোপাইটর আমির হোসেন জাপান থেকে আমদানি করা মাল ছাড়করণের জন্য কাগজপত্র জমা দিলে শুল্কায়ন সেকশন-৭(বি)-এর কর্মকর্তা রাজীব রায় ও মো. ছারওয়ার উদ্দিন ইচ্ছাকৃতভাবে হয়রানি করে অতিরিক্ত ঘুষ দাবি করেন। টাকা না দিলে পণ্য ছাড়করণ বিলম্বিত করা বা নিলামে বিক্রির হুমকিও দেন।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বিষয়টি দুদককে অবহিত করলে কমিশন ছদ্মবেশী অভিযান চালিয়ে ঘুষ লেনদেনের সময় রাজীব রায় ও তার সহযোগীকে গ্রেপ্তার করে।

দুদক জানায়, অভিযান শেষে আলামত জব্দ, সাক্ষীদের বক্তব্য গ্রহণ এবং প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে গ্রেপ্তারদের থানায় সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4770 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 08:57:10 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh