• হোম > বাংলাদেশ > আমরা বিশ্বাস করি শিগগিরই ন্যায়বিচার মিলবে: নাহিদ ইসলাম

আমরা বিশ্বাস করি শিগগিরই ন্যায়বিচার মিলবে: নাহিদ ইসলাম

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪১
  • ৩৮

---

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে এসে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা আশা করছি, দ্রুত সময়ে ন্যায়বিচার পাবো।”

আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা, আওয়ামী লীগ ও তৎকালীন সরকারের নৃশংসতার শিকার হয়েছিল ছাত্র-জনতা। অভ্যুত্থান-পরবর্তী প্রথম দাবি ছিল এ ঘটনার বিচার। হয়তো আমি এই মামলার শেষ সাক্ষী। আমার সাক্ষ্য শেষে মামলাটি রায়ের দিকে যাবে।”

তিনি আরও জানান, শুধু এই মামলা নয়, সারা দেশে গুম, খুন ও নিপীড়নের আরও বহু মামলা বিচারাধীন আছে। তাই এই প্রক্রিয়া দীর্ঘ সময় চলবে। নাহিদ ইসলাম সব রাজনৈতিক দলের ইশতেহারে বিচার অব্যাহত রাখার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করার দাবি জানান।

প্রসিকিউটর গাজী এমএইচ তামীম বলেন, আজ নাহিদ ইসলামের জবানবন্দি নেওয়া হয়নি, তবে আশা করা হচ্ছে আগামীকাল তা গ্রহণ করা হবে। এর আগে ৪৬তম সাক্ষী হিসেবে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাক্ষ্য দেন।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4762 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 07:42:29 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh