• হোম > দেশজুড়ে > শিল্প মালিক প্রতিনিধিদের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ

শিল্প মালিক প্রতিনিধিদের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ

  • সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৪
  • ৩৮

---

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে দেশের শিল্প মালিকদের একটি প্রতিনিধিদল তাঁর বসুন্ধরার অস্থায়ী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমই সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন সভাপতি ফজলে শামীম এহসান, বিজিএমইএ পরিচালক সাইফুল্লাহ মানছুর এবং বিজিএমইএ ওয়ান স্টপ সার্ভিস সেলের চেয়ারম্যান মোজাম্মেল হক ভুঁইয়া। এছাড়া জনসংযোগ ও প্রচার কমিটির চেয়ারম্যান মাসুদ কবিরও উপস্থিত ছিলেন।

জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিল্প-বাণিজ্য শাখার সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ডা. আনোয়ারুল আজিম এবং বিশিষ্ট চিকিৎসক ডা. খালিদুজ্জামান।

সাক্ষাতকালে বাংলাদেশের শিল্প-বাণিজ্যের সম্ভাবনা, নতুন বিনিয়োগ পরিবেশ এবং সমসাময়িক চ্যালেঞ্জ, বিশেষ করে শ্রম আইন ২০২৫ নিয়ে আলোচনা করা হয়। শিল্প মালিকরা দেশের শিল্প কারখানায় স্থিতিশীলতা বজায় রাখতে এবং সার্বিক সহযোগিতার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।

জবাবে জামায়াত আমির দেশীয় শিল্প রক্ষা ও অর্থনীতি সচল রাখতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের গুরুত্ব আরোপ করেন। তিনি উপস্থিত শিল্প মালিকদের সাক্ষাৎ ও শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4752 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 05:03:01 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh