• হোম > বাংলাদেশ > ছাত্রশিবির সাংবাদিক শিবলীর পরিবারের জন্য ২ লাখ টাকা অনুদান প্রদান করেছে।

ছাত্রশিবির সাংবাদিক শিবলীর পরিবারের জন্য ২ লাখ টাকা অনুদান প্রদান করেছে।

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১২
  • ৩২

---

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিনে সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করতে গিয়ে স্ট্রোক করে মারা যান চ্যানেল এস-এর সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী।

নবনির্বাচিত ডাকসু নেতারা এবং ইসলামী ছাত্রশিবিরের শীর্ষ নেতৃবৃন্দ শুক্রবার সন্ধ্যায় টঙ্গীর মধুমিতা রোডস্থ শিবলীর বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা পরিবারের খোঁজখবর নেন এবং তরিকুল ইসলামের পরিবারের হাতে নগদ দুই লাখ টাকা তুলে দেন।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসুর নবনির্বাচিত ভিপি ও শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ডাকসু জিএস এস এম ফরহাদ, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং শিবিরের গাজীপুর মহানগর সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

শুক্রবার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডাকসুর নবনির্বাচিত জিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ লিখেন, “ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি দুই সন্তান রেখে গেছেন। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর।”

ফরহাদ আরও লিখেছেন, চার বছর বয়সী আয়াত একটি আলাপের সময়ে বলেন— “আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন এবং আল্লাহ বাবাকে সুন্দর একটি জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি ও আমার মা ছোট বোন আজমীনের খোঁজখবর রাখবো, আদর করবো।”

তিনি জানান, পরিবারের ছোট দুই শিশুর খরচের জন্য আপাতত ছাত্রশিবিরের পক্ষ থেকে দুই লাখ টাকা পৌঁছে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রয়োজন হলে পরিবারটির পাশে সাধ্যমতো সাহায্য করা হবে এবং বাবা হারানো শিশুদের জন্য দোয়া কামনা করেছেন।

শিবিরের এই সহায়তা পেয়ে সাংবাদিক শিবলীর স্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4718 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 08:55:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh