গাজায় গতকাল শুক্রবার ইসরাইলি সেনাদের বিমান ও স্থল হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গাজা শহরে হামলার মাত্রা আরও বেড়েছে।
ইসরাইলি সেনারা বলছে, তারা গাজা সিটি দখলের চেষ্টা করছে। তাদের দাবি, এটি হামাসের শেষ শক্ত ঘাঁটিগুলোর একটি। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে হামাসের আক্রমণের পরই গাজা যুদ্ধ শুরু হয়।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলের হামলার নিন্দা জানিয়ে সতর্ক করেছে যে, এ ধরনের পদক্ষেপ ইতোমধ্যেই মানবিক সংকটে থাকা গাজার পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে। জাতিসংঘ ইতোমধ্যেই এ এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে।
ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এক যৌথ বিবৃতিতে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, ইসরাইলি হামলায় বেসামরিক মানুষ নিহত হচ্ছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, শুক্রবার গাজা শহরে ৩৫ জন নিহত হয়েছে, আর ভূখণ্ডের অন্যান্য এলাকায় আরও ১৫ জন প্রাণ হারিয়েছে। অন্যদিকে ইসরাইলি সেনারা দাবি করছে, তারা গাজা শহরে সন্ত্রাসী অবকাঠামো ও বহুতল ভবনের ওপর ব্যাপক হামলা চালাচ্ছে।
তবে গণমাধ্যমে কড়াকড়ি ও অনেক এলাকায় প্রবেশাধিকার না থাকায় নিহতের প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ইসরাইল এক সপ্তাহ আগে গাজার উঁচু ভবনগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করে। তাদের দাবি, হামাস এসব ভবনকে সামরিক কাজে ব্যবহার করছে। সেনারা আরও জানিয়েছে, হামাসকে দুর্বল করার জন্য এবং পরবর্তী পর্যায়ের সামরিক অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে লক্ষ্যবস্তুতে হামলার গতি বাড়ানো হবে।