• হোম > বাংলাদেশ > এফটির তথ্যচিত্রে অভিযোগ: শেখ হাসিনার আমলে ২৩৪ বিলিয়ন ডলার লুট

এফটির তথ্যচিত্রে অভিযোগ: শেখ হাসিনার আমলে ২৩৪ বিলিয়ন ডলার লুট

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬
  • ৪৮

---

বাংলাদেশ থেকে শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ ৫৪ হাজার ৮০০ কোটি টাকা) লুটপাট হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)।

বৃহস্পতিবার প্রকাশিত একটি নতুন তথ্যচিত্রে এই অভিযোগ আনা হয়। তথ্যচিত্রটির শিরোনাম দেওয়া হয়েছে—
“বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলার যেন প্রকাশ্য দিবালোকে চুরি” (Bangladesh’s Missing Billions, Stolen in Plain Sight)।


কী আছে তথ্যচিত্রে?

মূলত দুর্নীতির মাধ্যমে উপার্জিত বিপুল অর্থ পাচার, বিদেশে সম্পদ গঠন ও সেই অর্থ পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়েই তৈরি হয়েছে এ প্রামাণ্যচিত্র।

এতে অংশ নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাফিয়া রেহনুমা হৃদি ও রেজওয়ান আহমেদ রিফাদ, যাঁরা জুলাইয়ের গণঅভ্যুত্থানে সক্রিয় ছিলেন।

তাছাড়া বক্তব্য দিয়েছেন—

  • এফটির দক্ষিণ এশিয়া ব্যুরোপ্রধান জন রিড

  • এফটির কৃষি ও পণ্য সংবাদদাতা সুজ্যানা স্যাভিজ

  • স্পটলাইট অন করাপশনের ডেপুটি ডিরেক্টর হেলেন টেলর

  • ওয়েস্ট মিনস্টার লবি দলের রিপোর্টার রাফে উদ্দিন


তথ্যচিত্রের অধ্যায়ভিত্তিক টাইমলাইন

তথ্যচিত্রটি মোট ১৫টি অধ্যায়ে ভাগ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য অংশগুলো হলো:

  • ০০:৫৯ – শেখ হাসিনার পতনের কাহিনি

  • ০৪:১৩ – লন্ডন: দুর্নীতির টাকার আন্তর্জাতিক আস্তানা

  • ০৪:৫১ – টিউলিপ সিদ্দিককে ঘিরে তদন্ত

  • ০৭:১৫ – সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি সাম্রাজ্যের খোঁজ

  • ১০:১৭ – ব্যাংক খাত দখলের গল্প

  • ১২:২৭ – দেশ থেকে অর্থ পাচারের পথ

  • ১৬:৫১ – এস আলম ও ব্যাংকিং সংকটের যোগসূত্র

  • ১৮:৩৫ – লুট হওয়া অর্থ উদ্ধারের চেষ্টা

  • ২০:০৩ – বাংলাদেশের আগামীর সম্ভাবনা


শেষ বার্তা

তথ্যচিত্রের একেবারে শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাফিয়া রেহনুমা হৃদি বলেন:

“আমাদের ভয়, আমরা হয়তো আমাদের শহীদদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারব না—এটাই এখন সবচেয়ে বড় আশঙ্কা।”


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4698 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 04:44:36 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh