• হোম > Agriculture & Food | নওগাঁ > নওগাঁর মোমনিপুর হাটে প্রতি মাসে প্রায় আড়াই কোটি টাকার কাঁচা মরিচ বিক্রি হয়।

নওগাঁর মোমনিপুর হাটে প্রতি মাসে প্রায় আড়াই কোটি টাকার কাঁচা মরিচ বিক্রি হয়।

  • শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫০
  • ৫৩

---

নওগাঁ জেলার মহাদেবপুরের মোমিনপুর বাজারে জেলা সবচেয়ে বড় পাইকারি কাঁচা মরিচের হাট অবস্থিত। এখানে প্রতি কেজি কাঁচা মরিচ বর্তমানে ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা দুই দিন আগে ১৩০-১৫০ টাকা ছিল। দাম হঠাৎ কমে যাওয়ায় কৃষকরা হতাশা প্রকাশ করছেন।

মোমিনপুর হাট কমিটির সদস্য মামুনুর রশিদ জানান, বছরের ৬-৭ মাস এই হাট বসে এবং প্রতি মাসে দুই থেকে আড়াই কোটি টাকার মরিচ কেনাবেচা হয়। এখানকার মরিচ ঢাকা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম ও দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।

কৃষক সোলেমান আলী ও গুলবর রহমান বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় মরিচের ফলন ভালো হয়েছে, কিন্তু হঠাৎ দাম কমে যাওয়ায় উৎপাদন খরচও উঠছে না। তারা জানিয়েছেন, শ্রমিক মজুরি ও কীটনাশক খরচ মিটিয়ে তাদের কাছে কিছুই থাকবে না।

বগুড়া থেকে আসা ব্যবসায়ী সুজন মিয়া বলেন, ভারত থেকে মরিচ আমদানি হওয়ায় হঠাৎ বাজারে এই অবস্থা সৃষ্টি হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, “বাজারে সামান্য দাম কমলেও কৃষকরা মোটামুটি লাভবান হবেন। আমরা নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছি। চলতি বছর নওগাঁ জেলায় ৭৫০ হেক্টর জমিতে কাঁচা মরিচ চাষ হয়েছে।”


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4689 ,   Print Date & Time: Friday, 10 October 2025, 08:18:26 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh