• হোম > বাংলাদেশ > সেনা কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়ল

সেনা কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়ল

  • শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১
  • ৪৮

---

অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু করে পরবর্তী ৬০ দিন পর্যন্ত কর্মকর্তারা সারা দেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নেওয়ার ক্ষমতা তাদের দেওয়া হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনে সরকারের পরিবর্তনের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রথমে ৩০ সেপ্টেম্বর দুই মাসের জন্য এই প্রজ্ঞাপন জারি করে। পরবর্তীতে তা ধাপে ধাপে বাড়ানো হয়। সর্বশেষ আরও দুই মাস মেয়াদ বৃদ্ধি করা হলো।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4663 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 09:18:36 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh