প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটার ও জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এজন্য নির্বাচন কমিশনের উদ্যোগে ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে একটি বিশেষ অ্যাপ তৈরির কাজ চলমান রয়েছে।
ঢাকায় প্রাপ্ত এক তথ্যবিবরণীতে জানানো হয়, সম্প্রতি কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে আয়োজিত ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রমের উদ্বোধন এবং প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ’ বিষয়ক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বিদেশে প্রবাসী ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
সভায় প্রধান নির্বাচন কমিশনার প্রবাসী বাংলাদেশিদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানে আহ্বান জানান। তিনি জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে দেশের ভেতরে ও বাইরে স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। এ সময় তিনি প্রবাসীদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া, এনআইডি বিতরণ কার্যক্রম এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে কীভাবে ভোট প্রদান করা যাবে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
প্রবাসী বাংলাদেশিরা সিইসিকে কানাডা সফরে এসে সরাসরি মতবিনিময়ের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান। তারা এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং নিয়মিতভাবে এমন সভা আয়োজনের আহ্বান জানান।
কনসাল জেনারেল মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। ব্যবসায়ী, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষাবিদ, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত থেকে নির্বাচন কমিশনারের সঙ্গে বিষয়ভিত্তিক মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তরে অংশ নেন।