• হোম > রাজনীতি > জাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ভোট উৎসব শুরু

জাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ভোট উৎসব শুরু

  • বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৪
  • ৩১

---

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট চলবে।

বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র ও ১০টি ছাত্রী হলের ২১টি কেন্দ্রে মোট ২২৪টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। সকাল থেকেই শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। ব্যালট বাক্সগুলো সিলগালা করা হয় প্রিসাইডিং অফিসার, পোলিং এজেন্ট ও গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিতিতে।

প্রথমবারের মতো এ নির্বাচনে ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) প্রযুক্তি-ভিত্তিক ব্যালট ব্যবহার করা হচ্ছে। অনেক শিক্ষার্থী প্রথমবার ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

নির্বাচন পরিচালনায় ৬৭ জন শিক্ষক প্রিসাইডিং অফিসার হিসেবে এবং সমসংখ্যক প্রশাসনিক কর্মকর্তা সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। নিরাপত্তায় মোতায়েন রয়েছে দেড় হাজার পুলিশ, সাত প্লাটুন বিজিবি ও পাঁচ প্লাটুন আনসার সদস্য।

ভোট শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণনা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4642 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 02:59:25 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh