• হোম > হবিগঞ্জ > পানিতে ডুবে হবিগঞ্জে তিন শিশুর করুণ মৃত্যু

পানিতে ডুবে হবিগঞ্জে তিন শিশুর করুণ মৃত্যু

  • বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২০:০১
  • ৬৯

---

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পাঞ্জারাই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবন সরকার (৩), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) এবং নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫)। শ্রাবন ও শুভ চাচাতো ভাই এবং অহনা তাদের ফুফাতো বোন।

স্থানীয়রা জানান, দুপুরে খেলার একপর্যায়ে পরিবারের অজান্তে শিশুরা পুকুরে পড়ে যায়। পরে এক নারী পুকুরে অহনার দেহ ভাসতে দেখে চিৎকার করলে গ্রামবাসী তিনজনকেই উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. চম্পক কিশোর সাহা সুমন ও নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান ঘটনাটি নিশ্চিত করেছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4619 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 11:26:39 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh