• হোম > দেশজুড়ে > এনআইডি হারালেও আর জিডি করার প্রয়োজন নেই

এনআইডি হারালেও আর জিডি করার প্রয়োজন নেই

  • বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২১
  • ৫৫

---

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে আর সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজন নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার ইসির জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক (বৈধ ও সঠিকতা যাচাই) মুহা. সরওয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাগরিকদের ভোগান্তি কমানো এবং এনআইডি সেবা সহজীকরণের লক্ষ্যে হারানো বা নষ্ট হওয়া জাতীয় পরিচয়পত্র পুনঃপ্রাপ্তির ক্ষেত্রে জিডি দাখিলের নিয়ম বিলুপ্ত করা হলো।

ইসি জানায়, ২০২৫ সালের প্রথম ছয় মাসে এনআইডি সংশোধনের ক্র্যাশ প্রোগ্রামের আওতায় ৯ লাখ ৭ হাজার ৬৬২টি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এ সময়ে মোট আবেদন জমা পড়ে ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি। এতে এনআইডি সংশোধন সংক্রান্ত ভোগান্তি কমেছে বলে দাবি করেছেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4613 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 08:59:46 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh