• হোম > দেশজুড়ে > ফরিদপুরের ভাঙ্গায় সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ফরিদপুরের ভাঙ্গায় সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

  • মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩
  • ৪৮

---

ফরিদপুরের ভাঙ্গা এলাকায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে আবারও মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এর ফলে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রথম দফায় মহাসড়ক অবরোধের পর এবারও স্থানীয়রা বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে অন্তর্ভুক্ত করা হয়। এর প্রতিবাদে আজ সকালে স্থানীয়রা ঢাকা-গোপালগঞ্জ-খুলনা, ঢাকা-ভাঙ্গা-বরিশাল এবং ঢাকা-ভাঙ্গা-ফরিদপুর মহাসড়ক অবরোধ করেন।

বিক্ষোভকারীরা সকাল সোয়া ৮টায় ঢাকা-গোপালগঞ্জ-খুলনা মহাসড়ক, সকাল সাড়ে ৮টায় ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক এবং সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকা-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক বন্ধ করে দেন। এ সময় তারা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে, গাছ ফেলে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

অবস্থান নিয়েছেন ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদি, হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ ও হামিরদী, মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া এবং ভাঙ্গা পৌরসভার হাসপাতাল মোড়ে। এর ফলে শতাধিক গাড়ি আটকা পড়েছে, এবং অ্যাম্বুলেন্স এবং বিদেশগামী যাত্রী ব্যতীত অন্য গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রোকিবুজ্জামান জানান, ‘ভাঙ্গার সঙ্গে সড়ক যোগাযোগ বর্তমানে বন্ধ রয়েছে। স্থানীয়রা রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছেন।’

এদিকে, ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, ‘বর্তমানে ভাঙ্গা থেকে সব সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিক্ষোভকারীরা সড়কে অবস্থান করছেন।’


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4569 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 09:35:13 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh