ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সুষ্ঠু ভোটের প্রতি প্রতিশ্রুতি দিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পূর্বে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, “সুষ্ঠু ভোট হলে ফলাফল যা-ই হোক, মেনে নেব।”
এসময় তিনি নির্বাচন কমিশনকে যথাযথভাবে কাজ করতে এবং পোলিং এজেন্টের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ জানান। তিনি জানান, যথেষ্ট পোলিং এজেন্ট না থাকায় বেশ কিছু কেন্দ্রে ভোটগ্রহণে সমস্যা তৈরি হয়েছে। তার পাশাপাশি, কিছু ভোটারের কাছে দু’টি ব্যালট পেপার দেওয়ারও অভিযোগ রয়েছে।
এদিন সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরুর জন্য সব কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয় এবং সাংবাদিক ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে তা উন্মুক্ত করা হয়। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। নির্বাচনে ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার মোট ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন, যাদের মধ্যে ২০ হাজার ৮৭৩ জন ছাত্র এবং ১৮ হাজার ৯০২ জন ছাত্রী রয়েছেন।