• হোম > দেশজুড়ে > দুর্গাপূজা সামনে রেখে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ

দুর্গাপূজা সামনে রেখে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ

  • মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:০৫
  • ৩৭

---

প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজা উপলক্ষে ভারতে শর্তসাপেক্ষে ১,২০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, রপ্তানির জন্য আগ্রহী আবেদনকারীদের আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে অফিস সময়ের মধ্যে হার্ড কপি আকারে আবেদন জমা দিতে হবে। আবেদনের সঙ্গে নিম্নোক্ত কাগজপত্র জমা দেওয়া বাধ্যতামূলক:

  • হালনাগাদ ট্রেড লাইসেন্স

  • রপ্তানি নিবন্ধন সনদ (ইআরসি)

  • আয়কর সনদ

  • ভ্যাট সনদ

  • বিক্রয় চুক্তিপত্র

  • মৎস্য অধিদপ্তরের লাইসেন্স

  • অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র

এবার প্রতি কেজি ইলিশের সর্বনিম্ন রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২.৫ মার্কিন ডলার।

উল্লেখযোগ্য বিষয় হলো, যারা পূর্বে আহ্বান ছাড়াই আবেদন করেছেন, তাদেরও নতুন করে আবেদন জমা দিতে হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4564 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 05:00:23 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh