• হোম > এশিয়া > ভারতের সেনাপ্রধান: ১০ মে’র পরও পাকিস্তানের সঙ্গে লড়াই চলমান ছিল

ভারতের সেনাপ্রধান: ১০ মে’র পরও পাকিস্তানের সঙ্গে লড়াই চলমান ছিল

  • শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪০
  • ৬০

---

গত মে মাসে পাকিস্তানের সঙ্গে ভারত যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও যুদ্ধ কার্যত চলতে থাকেছিল বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এই তথ্য শুক্রবার দিল্লিতে একটি বই উদ্বোধনের অনুষ্ঠানে তিনি প্রকাশ করেছেন। খবরটি প্রকাশ করেছে এনডিটিভি অনলাইন।

২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত অভিযোগ করেছে, ওই ঘটনায় পাকিস্তানের মদত ছিল। যদিও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে। এরপর ৭ মে ভারত পাকিস্তানে হামলা চালায়, যাকে নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তান পাল্টা হামলা চালালে দুই দেশের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে সন্ধ্যায় দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়।

সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী বলেন, “আপনারা হয়তো ভাবেন ১০ মে যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু না, দীর্ঘ সময় চলেছিল সেই যুদ্ধ। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল। সব কিছু এখানে বলা সম্ভব নয়।”

তিনি আরও জানিয়েছেন, সীমান্তে সিঁদুর অভিযানের প্রভাব এখনো পুরোপুরি মূল্যায়ন করা সম্ভব নয়। নিয়ন্ত্রণরেখায় অনুপ্রবেশের ঘটনা এখনও বন্ধ হয়নি এবং পাকিস্তানের মদতে সন্ত্রাস কার্যক্রম চলছেই। জেনারেল দ্বিবেদী বলেন, “নিয়ন্ত্রণরেখার পরিস্থিতিতে সিঁদুর অভিযানের প্রভাব কতটা পড়েছে, তা এখনই বলা যাবে না। কতজন জঙ্গি নিহত হয়েছে, কতজন পালিয়েছে, আমরা সবাই তা জানি।”


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4515 ,   Print Date & Time: Saturday, 11 October 2025, 03:45:12 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh