• হোম > খেলা | ফুটবল > থুতু প্রদর্শনের কারণে সুয়ারেজ ৬ ম্যাচ নিষিদ্ধ

থুতু প্রদর্শনের কারণে সুয়ারেজ ৬ ম্যাচ নিষিদ্ধ

  • শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৪
  • ৭৯

---

লিগস কাপ ফাইনালে বিতর্কিত আচরণের কারণে ইন্টার মায়ামির তারকা লুইস সুয়ারেজ বড় শাস্তির মুখে পড়েছেন। সিয়াটল সাউন্ডার্সের এক স্টাফের ওপর থুতু নিক্ষেপ করার ঘটনায় তাকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে লিগস কাপ আয়োজক কমিটি।

গত রোববার অনুষ্ঠিত ফাইনালে সাউন্ডার্স মায়ামিকে ৩–০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সুয়ারেজকে সতীর্থ ও কোচরা ধরে রাখতে বাধ্য হন। এ সময়ই উরুগুইয়ান তারকা প্রতিপক্ষ দলের এক স্টাফের দিকে থুতু ছুড়ে দেন।

মাঠে শুধুমাত্র সুয়ারেজই নয়, আরও দুই মায়ামি খেলোয়াড় শাস্তি পেয়েছেন। মিডফিল্ডার সার্জিও বুসকেটস সাউন্ডার্সের তরুণ খেলোয়াড় ওবেদ ভার্গাসকে ঘুষি মারায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। ডিফেন্ডার তোমাস আভিলেসকে তিন ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে।

অন্যদিকে, সাউন্ডার্স কোচিং স্টাফের সদস্য স্টিভেন লেনহার্টকেও লিগস কাপের নিয়ম ভঙ্গের দায়ে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আয়োজক কমিটি জানায়, নিষিদ্ধ চারজনের প্রত্যেককেই জরিমানা দিতে হবে এবং এই নিষেধাজ্ঞা পরবর্তী লিগস কাপ আসরগুলোতে কার্যকর হবে। এছাড়া, এমএলএস চাইলে আরও শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।

তবে শাস্তি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে না, কারণ লিগস কাপ প্রতি গ্রীষ্মে অনুষ্ঠিত হয়। অর্থাৎ, ২০২৬ সালের আসরে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। উল্লেখ্য, সুয়ারেজ ও বুসকেটসের মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ চলতি মৌসুমেই শেষ হচ্ছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন সুয়ারেজ। তিনি লিখেছেন, “ম্যাচ শেষে অতিরিক্ত উত্তেজনা ও হতাশার মুহূর্তে কিছু ঘটেছে যা হওয়া উচিত ছিল না। তবে তাতেও আমার আচরণের সাফাই মেলে না। আমি ভুল করেছি এবং আন্তরিকভাবে ক্ষমা চাইছি। এটা সেই ছবি নয় যা আমি আমার পরিবার, ক্লাব বা সমর্থকদের সামনে তুলে ধরতে চাই।”

পরবর্তীতে ইন্টার মায়ামিও এক বিবৃতিতে জানিয়েছে, তারা লিগস কাপ ফাইনালের পর ঘটে যাওয়া সব ধরনের অশোভন আচরণকে নিন্দা জানাচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4513 ,   Print Date & Time: Wednesday, 26 November 2025, 04:10:59 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 Entrepreneur Bangladesh