জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার শুক্রবার রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, “বাংলাদেশে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য কোনো নির্বাচন হবে না। এখন যে নির্বাচন আয়োজন হচ্ছে তা একমাত্র একটি দলের ক্ষমতায় আসার জন্য। যদি আপনাদের এই উদ্দেশ্য থাকে, তাহলে ভোট দিয়ে টাকা অপচয় না করে সোজা ঘোষণা দিয়ে দিন।”
সারোয়ার তুষার আরও বলেন, “অবস্থা এখন এমন হয়ে দাঁড়িয়েছে—হয় আমরা থাকবো, না হয় গণহত্যাকারী ও তাদের সহযোগীরা থাকবে। আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার জন্য যত চেষ্টাই করা হোক না কেন, আমাদের স্পষ্ট বক্তব্য হলো—যেসব রাজনৈতিক দল বাংলাদেশের বিরুদ্ধে, যেমন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, তারা বাংলাদেশের রাজনীতিতে অংশ নিতে পারবে না।”
বাহাত্তরের সংবিধান সম্পর্কে এনসিপির দৃষ্টিভঙ্গি
এনসিপির নেতা বাহাত্তরের সংবিধান নিয়ে মন্তব্য করে বলেন, “গণঅভ্যুত্থানের পর থেকেই আমরা বলেছি, বাহাত্তরের সংবিধান আর চলবে না। এটি এখন ‘মরহুম সংবিধান’ হয়ে গেছে। আমাদের এখন একটি নতুন সংবিধান দরকার। আওয়ামী লীগ এই সংবিধান জনগণের ওপর চাপিয়ে দিয়েছিল, যেখানে এক ব্যক্তিকে এবং একটি দলকে সকল ক্ষমতা দেওয়া হয়েছিল। বাহাত্তরের সংবিধান ছিল সবচেয়ে বড় ভিকটিম বিএনপি, কিন্তু তারা এখন সেই সংবিধানের মহাপ্রেমিক হয়ে গেছে।”
নতুন সরকারের সংস্কারের দাবি
তিনি বলেন, “সংস্কারের নামে কিছুই হয়নি, অথচ আগামী সরকারের মন্ত্রীদের জন্য এই সরকার ইতোমধ্যে গাড়ি কিনে ফেলেছে। যদি সংস্কার না হয়, তাহলে বাংলাদেশে আবারও একটি গণঅভ্যুত্থান হবে। যারা অবৈধ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিল, তাদের বিচার এখনো হয়নি। সেই আমলা ও পুলিশ যারা আজও অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকতে চায়, তারা বিএনপির কাছে পৌঁছাচ্ছে। তারা সারা দেশে তুমুল লুটপাট করছে।”
ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদ
সারোয়ার তুষার ভিপি নুরের ওপর হামলার কথা উল্লেখ করে বলেন, “ভিপি নুরের ওপর যেভাবে হামলা হয়েছে, কোনো স্বাধীন দেশে এমনভাবে কাউকে মারা হয় না। যদি আমরা প্রতিবাদ না করি, তাহলে আমাদের উপরেও এই হামলা হতে পারে। আমরা দাবি জানাই—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করা উচিত। তাহলেই এটি হবে ইতিহাস।”
তিনি সতর্ক করে দিয়ে বলেন, “ভোট বানচালের রাজনীতি সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।”
কর্মশালায় উপস্থিত নেতৃবৃন্দ
কর্মশালায় এনসিপির সদর উপজেলার আহ্বায়ক তানবীরুল বারী নয়ন, বোদা উপজেলার আহ্বায়ক শিশির আসাদসহ এনসিপি এবং জাতীয় যুব শক্তির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।